খবর:(আলমডাঙ্গার কৃষ্ণপুরে পুরোনো খোয়া দিয়ে রাস্তা নির্মাণ)
ঠিকাদারের দোষ কী বলো
মাল খেয়ে নেন কর্তারা,
কর্তা-ঠিকা মাসতুতো ভাই
আমার-তোমার পর তারা!
কে আর এখন হানা দেবে
ফাঁকিবাজির আস্তানায়,
ঘুষ সেলামির দেশে বাবা
এ ছাড়া আর রাস্তা নাই।
ঠিকাদারের দারুণ সুযোগ
কাজটা তুলেই ফসকায়,
পান্তুয়া পায় প্রকৌশলী
আমজনতা রস খায়।
_আহাদ আলী মোল্লা।
31.01.2016