টিপ্পনী

খবর: (টালমাটাল জাতীয় পার্টি : বাবলু বাদ)
আজকে ভাঙে কালকে ভাঙে
পরশু লাগে জোড়া,
পরিস্থিতি নাজুক নাজুক
দুই পা ভেঙে খোঁড়া।

যারই উঠোন যারই বাড়ি
যারই পাটা-নোড়া,
কপাল দোষে ঘরের বিবি
ভাঙছে দাঁতের গোড়া।

ঘরের ভেতর কী বিভীষণ
গোদের ওপর ফোঁড়া,
গাঁয় মানে না আপনি মোড়ল
ছমঝো থোড়া থোড়া?

_আহাদ আলী মোল্লা।
20.01.2016

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More