খবর:(মুচলেকা না মেনে বাল্যবিয়ে, অভিভাবকদের জেল-জরিমানা)
কনের সাথে বরের দেখা হলো
ফিসফিসিয়ে হলো মনের কথা
বধূ করে ঘরে নিয়ে তোলো
কেন এমন দেখছি নীরবতা?
জবাই করে গরু খাসি মোষ
অনুষ্ঠানে আনন্দ হইচই
রান্না হবে ফিরনি পোলাও গোশ
থাকবে সাথে আর বগুড়ার দই।
সমাজপতি হাত ডুবিয়ে খাই
মাতুব্বরও খেয়ে ঢেঁকুর তোলে
সমাজটা তাই রসাতলে যায়
কনের মা-বাপ মোকদ্দমায় ঝোলে।
Ñআহাদ আলী মোল্লা