আহাদ আলী মোল্লা
নকল আছে আমার কাছে
হাত বাড়ালেই পাবে,
স্বাদের জিনিস ভারি স্বাদের
না নিলে পস্তাবে।
ভেজাল পাবেন দেখতে দারুণ
খাঁটির চেয়ে খাঁটি,
যতœ করে বানাই এসব
বড্ড পরিপাটি।
সব জিনিসেই গলদ মিশাই
টাটকা হবে স্বাদে,
বুঝবে না কেউ আমার গলদ
শিষ্য বা ওস্তাদে।
নকল ভেজাল গলদ দিয়েই
বাড়াই গায়ের পুষ্টি,
অল্প দামেই দিচ্ছি তবু
মারেন কেন গুষ্টি।
খবর: (গাংনীতে ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানা)