-আহাদ আলী মোল্লা
তোমরা বদের বদ
গিলছো খালি মদ;
যাচ্ছো মরে ছাড়ছো না তাও
জিনিস কি খুব স্বদ?
হায় রে হায় রে হায়
যায় মরে লজ্জায়
মরলে মরো ও খেয়ে ক্যান
লোক মরে ঘেন্নায়।
কেন গো এই হাল
খাওনি কতো কাল
নেই তোমাদের গায়ে কি গো
এই মানুষের ছাল?
যাচ্ছে কাটা কান
থাকলো না আর মান
দিচ্ছে থুতু সব মানুষই
বুক ভেঙে খানখান।
rgr