টিপ্পনী চোর- আহাদ আলী মোল্লা পোস্ট করেছেনঃ নিউজরুম সর্বশেষ আপডেটঃ Apr 8, 2022 প্রতিকী ছবি শেয়ার করুন চোর আহাদ আলী মোল্লা চোরের গাদা আমার দেশে আমার চাচা নানাও চোর, দুই চোখা লোক করছে চুরি সঙ্গে কতেক কানাও চোর। দিন দুপুরেই রড চুরি হয় সাধু সাজে ওরাও চোর, মামু তুমিই ভেলকি দেখাও এদিক সেদিক ঘোরাও চোর। চোর ছড়ানো সারা দেশেই গভীর রাতে তেলায় চোর, দেখছি সবাই সাধুর বেশে ঘুরছে পাশে মেলাই চোর। নিজের পাশেই চোরের রাজা খোঁজেন কেন চোর, মিথ্যে দিয়ে সত্যি ঢাকার কাটকে কবে ঘোর? সূত্র: (দর্শনা চিনিকলের রড চুরির ঘটনায় তদন্ত কমিটি) টিপ্পনী