টিপ্পনী ঘুঘু - আহাদ আলী মোল্লা পোস্ট করেছেনঃ নিউজরুম প্রকাশিতঃ Mar 31, 2022 প্রতিকী ছবি শেয়ার করুন ঘুঘু আহাদ আলী মোল্লা ঘুঘু বার বার খেয়ে যায় ধান আমি তা পাইনে টের, কিভাবে ধরবো কিভাবে টিকবো হলো মসিবত-ফের। রাতের আঁধারে চুপিসারে এসে চেটেপুটে খায় গুড়, ধরতে পারিনে পালিয়ে যায় সে বেয়াড়া-বেবাগা ধুড়। পরের ছালুনে বড় ঝোঁক তার আগেভাগে খায় ঝোল, ভাব যেন কিছু বোঝে না বালক জানে না একটা বোল। দশ দিন খায় গোপনে গোপনে শোনে না কারোর মানা, অবশেষে ধরা খেয়ে জেলে গেল সেয়ানা সোহেল রানা। সূত্র: (সেই সোহেল রানা ফের চুয়াডাঙ্গায় গ্রেফতার)