টিপ্পনী
ধন্য জীবন - আহাদ আলী মোল্লা
ধন্য জীবন
আহাদ আলী মোল্লা
আমরা মানুষ এই সমাজের
গাঁজার ধুমোয় উড়ি,
অনেক মানুষ সারা জীবন
দগ্ধ হয়ে পুড়ি।
পুলিশ ছোটে রাত বিরাতে
চামচা পড়ে ধরা,
কদিন পরেই পায় ছাড়া কও
কি আর যাবে করা।
পালের গোদার এইসা দাপট
সবাই ডরে কাঁপে,
তাদের পুঁজি বাড়ছে বেজায়
নিত্য ধাপে ধাপে।
মাদক নেশার কবল থেকে
মুক্তি পাবো কবে,
সেদিন আমার ধন্য জীবন
ধন্য আরও হবে।