টিপ্পনী
ফেনসিডিল - আহাদ আলী মোল্লা
ফেনসিডিল
আহাদ আলী মোল্লা
কারবারিরা করছে গোসল
ফেনসিডিলের জলে,
হচ্ছে পাচার নেশার জিনিস
তাই নয়া কৌশলে।
নানান রকম ছলায় কলায়
আসছে মাদক দেশে,
হচ্ছে বিলি এদিক সেদিক
খাদকের উদ্দেশে।
নেশার ধকল ভালোই বোঝেন
খোরের বাবা-মারা,
দিচ্ছে বা কে তলায় তলায়
রোজ রোজই আশকারা?
ফেনসিডিলের বোতল ভেঙে
খাচ্ছে কতেক চোর,
বিক্রেতাদের টাকার পাহাড়
ফতুর নেশা খোর
সূত্র: (পেয়ারার ক্যারেটে ফেনসিডিল)