বৃদ্ধি-আহাদ আলী মোল্লা
বিশাল বিরাট চালের মজুত
তাও রোজই ক্যান দাম বাড়ে
আমজনাতার কপাল খারাপ
গায়-গতরের ঘাম বাড়ে।
পটোল পেঁয়াজ উচ্ছে ঢেঁড়স
শিম বেগুনের দর বাড়ে,
টিসিবি দেয় পণ্য যখন
কলম খাতায় ঘর বাড়ে।
সিমেন্ট রডের বাজার গরম
রোজ রোজই তাই সেল বাড়ে,
ব্যবসাদারের গুদাম ঘরে
জমিয়ে রাখা তেল বাড়ে।
কারণ কী ভাই কারণ কী ভাই
খাওয়ার লোকের পেট বাড়ে;
এই কারণেই সব জিনিসের
আজব রকম রেট বাড়ে।
সূত্র: (রোজায় চালের মজুত পর্যাপ্ত)