-আহাদ আলী মোল্লা
জুটছে না ভাত লোকের বাড়ি
জ্বলছে নাকো চুলোয় হাড়ি
যাচ্ছে জ্বলে পেটের নাড়ি
ঠিক;
এর ভেতরেও সেবন মাদক
ধিক তোমাদের ধিক।
নেই ঘরে নেই ময়দা আটা
সব গরিবের কপাল ফাটা
এর ভেতরেও গাঁজার ছাটা
হয়;
কার মেজাজে এমন ব্যাপার
কও তো এখন সয়?
মাদক টানেন টিচার তিনি
আমরা তাকে সবাই চিনি
সমাজ নিয়ে ছিনিমিনি
খেল?
মার বেটাকে ঝাঁটার বাড়ি
দে তুলে আক্কেল!
সূত্র: (গাংনীতে মাদক সেবনের অভিযোগে স্কুলশিক্ষকসহ দুজন আটক)