অবস্থা এই
আহাদ আলী মোল্লা
কোভিড উনিশ মারছে মানুষ
সারা দেশেই লাশ,
কাকে কখন করে অ্যাটাক
অবস্থা হাঁসফাঁস।
সবাই কি আর নিয়ম মানে
অনেকে তা নেয় না কানে
কে বা আমল দিচ্ছে;
ঘুরছে মানুষ এদিক সেদিক
যার যেদিকে ইচ্ছে।
সংক্রমিত হচ্ছে রোজই
হাজার হাজার লোক,
গোরস্তানে জা’গার অভাব
বাড়ি বাড়ি শোক।
অবস্থা এই দেশে;
কেউ জানে না এই করোনায়
কখন কে যায় ফেঁসে।
খবর: (দেশে চাকরি হারানোর ঝুঁকিতে সোয়া কোটি মানুষ)
১৯.০৬.২০২০