লাঠি ছাড়া
-আহাদ আলী মোল্লা
প্রতিদিনই জবর জবর
খারাপ খবর শুনছি,
আমরা সবাই ভয়ে ভয়ে
মরার প্রহর গুনছি?
ভাল্লাগে না বলতে এসব
কিসের জ্বালায় জ্বলছি,
যার যেদিকে ইচ্ছে সবাই
সেদিক পানে চলছি।
কোভিড উনিশ মারছে ছোবল
কয়জনা ভয় পাচ্ছি,
ঈদের হাটে কেনাকাটায়
ভেড়ার মতো যাচ্ছি।
এই করোনা থেকে বাঁচার
উপায় ক’জন খুঁজছি,
লাঠি ছাড়া কাজ হবে না
অনেক ভেবে বুঝছি।
সূত্র: (চুয়াডাঙ্গা হিসাব রক্ষণ অফিস লকডাউন)