টিপ্পনী

টানা শ্রাবণ বর্ষণে
আহাদ আলী মোল্লা

বর্ষা নামে আকাশ থেকে
দেয় জোরে মেঘ গর্জন,
মাঠ তলালো ঘাট তলালো
তলায় আপন-পর জন।

শহর ডোবে নগর ডোবে
জলে জলেই সয়লাব,
বানেও আছে হিসাব নিকাশ
কার ক্ষতি কার হয় লাভ।

সড়কে বাস জিপ চলে না
সাহেব ছোটেন নৌকায়,
আটাঘোটা মুনিস খাটার
ছেলে-মেয়ে বউ খায়।

হাড়ি পাতিল উঠলো শিকেয়
টানা শ্রাবণ বর্ষণে,
আপন লোকই দিচ্ছে না ধার
বাকির কথা পর শোনে?

সূত্র: (টানা বর্ষণে বেহাল দশা সারাদেশে)
২৭.০৭.২০১৭

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More