ভুয়া চক্ষু চিকিৎসক
আহাদ আলী মোল্লা
প্যাডে হরেক ডিগ্রি এটা
প্রতারণার ছক,
ধরা খেলেন নিখুঁত ভুয়া
চক্ষু চিকিৎসক।
চোখের বারো বাজিয়ে দিয়ে
প্রেসক্রিপশন সাজিয়ে দিয়ে
পাঁচশো টাকা ফিস নেন,
অবুঝ রোগী বোঝে না তাই
ভালো চোখে বিষ নেন।
নিরোগ চোখের মারে তেইশ
এমন কা- করে কে ইস
চেখের ভুয়া ডাক্তার,
কেউ বোঝেনি চাতুরতা
ধোঁকাবাজি ধাক তার।
ভেঙে ভেঙে খাচ্ছিলো সে
পরের মাথায় বেল,
কিন্তু সেদিন আঝোড়া বাঁশ
ছ’মাস নিলেন জেল।
সূত্র: (চুয়াডাঙ্গায় ভুয়া সনদধারী চক্ষু ডাক্তারকে জেল)
২৬.০৭.২০১৭