টিপ্পনী

মাদকের থাবা
ওরে বাবা বাবা
কোথা আর যাবা
চারিদিকে ভয়াবহ
মাদকের থাবা।

চারপাশে দেখি
অবস্থা এ কী
এটা নিয়ে প্রতিদিনই
হয় লেখালেখি।

ওই ওড়ে গাঁজা
লোক ভাজা ভাজা
ভেঙে গেল একেবারে
সমাজের মাজা।

ফেন্সি ও মদ
খায় কিছু বদ
সাধু লোকও স্বাদ নেয়
করবে কে রদ।
সূত্র: (চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ দুজন আটক)
১১.০৭.২০১৭

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More