এখন জেলে ভরা
দালাল তিনি ঘরের পোষা
থাকেন যত্রতত্র,
জাল জালিয়াত প্রতিদিনই
করেন কাগজপত্র।
লোকটা নাকি মন্দ
সাধারণের সঙ্গে শুধু
বাধায় নানান দ্বন্দ্ব
তার ভেতরে খোঁজে পুলিশ
প্রতারণার গন্ধ।
খারাপ কাজের কাজি তিনি
সকল ফাঁকিবাজি তিনি
জানেন,
সিল মেরে আর জিডি করে
কোত্থেকে কী আনেন।
সেদিন খেলেন ধরা
এখন জেলে ভরা।
সূত্র: (পাসপোর্ট অফিসে কাগজপত্র জাল : সিজার গ্রেফতার)
১০.০৭.২০১৭