খবর: (বাস-ট্রেনের ঈদ টিকেট ১২ জুন থেকে)
ঈদের টিকিট সোনার হরিণ
অনেকে পায় পায় না,
এই টিকেটের জন্য লোকে
করে ঘুষের বায়না।
তিনশো টাকার টিকিট হলে
নয়শো টাকা হাঁকায়,
কমতি হলেই নানান ছলে
জটলা শুধু পাকায়।
প্যাসেঞ্জারের ভোগান্তিতে
ঝরে চোখের কান্না
অনেক মানুষ বাড়ি ফেরার
টিকিট খুঁজে পান না।
বখরা দিলে টিকিট মেলে
লঞ্চ ফেরি বাস ট্রেনে,
কেমন করে ফিরবো বাড়ি
কুলোচ্ছে না ব্রেনে।