খবর: (চুয়াডাঙ্গায় দিনদুপুরে জানালার গ্রিল কেটে টাকা ও সোনার গয়না চুরি)
দিনদুপুরে ডাকাতি হয়
রাত দুপুরে চুরি
এদিক সেদিক আতঙ্ক ভয়
কাদের ঘোরাঘুরি?
কাছে গিয়ে দেখি ওদের
চেহারা যম কালো
পাঁচন খেয়েও হেসে বলে
আছি অনেক ভালো।
মধ্যি মাঝে লোকের ঘরে
ওরাই কাটে সিঁধ,
মানেনাকো ধর্ম কর্ম
মন্দিরও মসজিদ।
চোর মানে না পিতা-মাতা
পুলিশ নেতা কোনো,
ওদের সাথে কেউ ঘুরো না
আমার কথা শোনো।