খবর: (মহেশপুরে ডাক্তার নার্স ছাড়াই চলছে ১৮ ক্লিনিকের ব্যবসা)
ক্লিনিকের ব্যবসা ভালোই
রমরমা সব চলে,
নেই ডাক্তার–নার্স তাতে কি
হয় পুরো কৌশলে।
কর্মচারী কাটেন ফাঁড়েন
কায়দা করে পয়সা মাড়েন
টা টা দিয়ে দু’ হাত নাড়েন
হাসিল করেন ফায়দা;
আহা মজার কায়দা।
ক্লিনিকের চামচা দালাল
আনছে রোগী ভাগিয়ে
নিচ্ছে টাকা বাগিয়ে
গায় জ্বালা খুব টের পাচ্ছি
আমরা সেথায় না গিয়ে।
নয়কো ওসব গপ্পরে
কেউ পোড়ো না ক্লিনিকের
দালাল–মালিক খপ্পরে।
–আহাদ আলী মোল্লা