খবর: (দর্শনা দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুমের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ)
স্যারের বাতিক মাথায়
তাইতো খাতির পাতায়
শিক্ষকতার পাশাপাশি
করে বেড়ায় যা তাই।
বড্ড ভালো মশাই
দেঁতো খাবল বসায়
সুযোগ পেলে কুনজরে
কী যেন কী খসায়।
করে ভীষণ বড়ায়
স্বার্থ পেলেই গড়ায়
আকাম করে কুকাম করে
এলাকাকে নড়ায়।
লোকটা নাকি পটায়
কী ঘটনা ঘটায়
তোলপাড় হয় এলাকাতে
অভিভাবক চটায়।
-আহাদ আলী মোল্লা