:
খবর: ( বাংলাদেশকে পানি দিতে পারবো না : মমতা )
দিদি আমায় দেন না পানি
শুধু ইলিশ চান,
জল দিয়ে দেশ ভাসিয়ে দেন
যখন আসে বান।
শুকনো কালে নদী মরে
যায় শুকিয়ে খাল,
খরায় পোড়ো গাছগাছালি
মাঠের সে কী হাল!
তিস্তা শুকোয় ফসল মরে
নদীতে দেন বাঁধ,
ফারাক্কা আর টিপাই যেন
আমার মরণ ফাঁদ।
মাঝ যমুনায় চর জেগেছে
পদ্মা মরো মরো,
ও দিদিগো পানি দিয়ে
একটু দয়া করো।
–আহাদ আলী মোল্লা