খবর:(চুয়াডাঙ্গা আরামপাড়া থেকে আলী হোসেন মার্কেটে যাওয়ার পথে যুবক হামলার শিকার)
হামলা হানা কও চলে কার স্বার্থে
তুমি তোমার ভাইকে যদি মারতে
আসলে তা পারতে?
পারতে নাগো পারতে না
স্বজন হলে মারতে না;
পাল্টা হানা করতে শুরু
আর কারো ধার ধারতে না
হারতে না।
দফায় দফায় চলে এমন হানা
কে বা মারার দিচ্ছে আদেশ
করছে কে বা মানা
আছে কারোর জানা?
থাকলে জানা মুখোশ খুলুন
বিচার করার দাবি তুলুন
ছাড় হবে না ছাড়;
ধরো ধরো হামলাকারীর
মটকে দেবো ঘাড়।
-আহাদ আলী মোল্লা।
২০.০৪.২০১৭
টপ্পিনী
খবর:(চুয়াডাঙ্গা আরামপাড়া থকেে আলী হোসনে র্মাকটেে যাওয়ার পথে যুবক হামলার শকিার)
হামলা হানা কও চলে কার র্স্বাথে
তুমি তোমার ভাইকে যদি মারতে
আসলে তা পারত?ে
পারতে নাগো পারতে না
স্বজন হলে মারতে না;
পাল্টা হানা করতে শুরু
আর কারো ধার ধারতে না
হারতে না।
দফায় দফায় চলে এমন হানা
কে বা মারার দচ্ছিে আদশে
করছে কে বা মানা
আছে কারোর জানা?
থাকলে জানা মুখোশ খুলুন
বচিার করার দাবি তুলুন
ছাড় হবে না ছাড়;
ধরো ধরো হামলাকারীর
মটকে দবেো ঘাড়।
-আহাদ আলী মোল্লা।
২০.০৪.২০১৭