খবর: (দলের ভেতরে শুধু কাউয়া নয় ফার্মের মুরগি ঢুকেছে)
ঘর বাড়ি সব করলো দখল
কাউয়া এবং মুরগিতে,
করছে তারা মাতোয়ারা
নতুন নতুন সুর গীতে।
তাদের বেশি ভাব-ফুটানি
কালো টাকার কল্যাণেই,
ওদের চাপে আসলগুলোর
তেমন সরব হল্লা নেই।
উড়ে এসে জুড়ে বসা
যত্তো আপদ পরগাছায়
দাপট দেখায় হাতা মারে
সব কাজে ভাগ-বর্গা চায়।
ওদের জ্বালায় সবাই নাকাল
ঠিক বলেছেন মিনিস্টার,
ভুইফোঁড়দের ভঙ্গিমা-ভাব
একাই যেন তিন স্টার।
-আহাদ আলী মোল্লা