খবর:(আবারও যমুনা মাঠের গাছ কেটে নেয়ার সময় দুজন আটক)
গাছ চোর তাজা তাজা
গাছ চোর মোটা,
পাতা খায় ডাল খায়
খায় গুঁড়ি গোটা।
সেরা সেরা গাছ চায়
কতিপয় নেতা,
তাতে ভালো খাট হয়
মানবে না কে তা?
চোরদের সাথে কারো
সখ্যতা থাকে,
অপরাধ যাই হোক
তাই নেতা ঢাকে।
বারে বারে তাই দেখি
গাছ পড়ে কাটা;
হেসে হেসে বড় চোরও
দুই হাতে চাটা