হাওয়ার বেগে
আহাদ আলী মোল্লা
পেটের খিদের তপ্ত জ্বালার
কষ্ট ভীষণ জানি,
জিনিসপাতির মূল্যে বাড়ায়
ভোগান্তি-হয়রানি।
হাট বাজারের তাবৎ দোকান
ঘুরেই পাগলপারা,
আজকে যে দাম কালকে দ্বিগুণ
এটাই দেশের ধারা।
ময়দা আটার বাজার মানেই
বাড়তি দরের জ¦ালা,
দামের গুঁতোয় জীবনটা রোজ
হচ্ছে ঝালাপালা।
এ সংসারের কষ্ট ধকল
আর কত কও সয়,
পণ্যে দামের চরম গতি
হাওয়ার বেগে বয়।
সূত্র (নিত্যপণ্যের দামে দিশেহারা ভোক্তা)