সে
আহাদ আলী মোল্লা
গায় খুবই বল ট্যাপেন্টাডল
খায় রোজই সে,
ব্যবসা চালায় নগদ টাকাও
পায় রোজই সে।
বর্ডার থেকে নেশার চালান
নেয় রোজই সে,
এদিক ওদিক ঘুষের টাকাও
দেয় রোজই সে।
আমার কিছুই হবে নাগো
কয় রোজই সে
মধ্যিমাঝে নয়কে করে
ছয় রোজই সে।
ব্যবসাপাতি ফেলে:
এখন বেটা জেলে।