-আহাদ আলী মোল্লা
ঢাকার মানুষ যায় চিটাগং
ভোলার মানুষ ঢাকায়,
ঘুরে ফিরেই এই করোনা
ডাল খিচুড়ি পাকায়।
যাচ্ছে গাড়ি শ্বশুরবাড়ি
বাপের বাড়ি বিবি,
কেউ ঘোরে রোজ পাড়ায় পাড়ায়
কে আয় খবর নিবি।
আত্মীয়তাও চলছে, মানুষ
এ গাঁয় ও গাঁয় যাচ্ছে,
কোভিড উনিশ রোগীর সাথে
হয় তো মিশে খাচ্ছে।
আইসোলেশন কোরেন্টাইন
ওসব কেবল খাতায়,
আসছে বিপদ মহামারীর
রাখছে না কেউ মাথায়।
সূত্র: (ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত : যান চলাচলে সর্বোচ্চ কড়াকড়ি)