-আহাদ আলী মোল্লা
মদ খেকোরাই বদ বেশি হয়
বোতল-গেলাস উপুড়,
কী বিচ্ছিরি! খেয়ে করে
নষ্ট কাপুড়চুপুড়।
গাঁজাখোরের পাঁজা পোড়ায়
নাকের ছাদে ধুমোয়,
প্যাথেডিনের রস নিয়ে কেউ
দিন রাত্তির ঘুমোয়।
অনেক লোকে সদায় ফোঁকে
হেরোইনের চুরুট,
তাড়ি খেকোর নাড়ি ফুঁটো
কিন্তু মগজ পুরুট।
মদ হেরোইন ফেন্সি গাঁজা
বিলকুল সব মাদক,
এমন কথা মানতে নারাজ
যারা আসল খাদক।
সূত্র: (বাড়াদী বিজিবির মদ-গাঁজা উদ্ধার)