নকল ওষুধ
আহাদ আলী মোল্লা
ওনারা সব বৈধ মাগার
অবৈধ কাম করেন,
সুযোগ পেলেই আচ্ছা রকম
বাগিয়ে মাল ধরেন।
জীবন নিয়েও ছিনিমিনি
করেন তারা ঠিকই,
অবস্থা কী কার ভেতরের
গলদ আছে কী কী?
জানেন তাবৎ মালিক মশাই
আমরা কি আর বুঝি,
নানান রোগের ওষুধ কিনেই
হারাচ্ছি রোজ পুজি।
কাটছে পকেট ওই বেটারাই
যাচ্ছে ভীষণ ধকল,
খসছে তবিল, খাচ্ছি ওষুধ
তাও বিলকুল নকল!
সূত্র (দেশে নকল ওষুধ তৈরি হচ্ছে ৭৯ বৈধ কারখানায়)