আহাদ আলী মোল্লা
আমরা সবাই ভুলের শিকার
ভুলের ওপর দাঁড়িয়ে-
মিথ্যে অনেক ভাষণ ঝাড়ি
দুই দুটো হাত নাড়িয়ে।
আকাম কুকাম করছি হাজার
নিজের সীমা ছাড়িয়ে,
লোভ দেখালেই ঠিক না বেঠিক
যাচ্ছি তাতেও ঘাড়িয়ে।
ভালো কাজের উৎসাহে কেউ
দিচ্ছে না হাত বাড়িয়ে,
সরল সোজা দিক প্রতারক
কৌশলে যায় ভাড়িয়ে।
পবিত্র পথ করছে খারাপ
যারা দু’পায় মাড়িয়ে,
শাস্তি হবে, আজই তাদের
ধরতে হবে তাড়িয়ে।
সূত্র: (চুয়াডাঙ্গা হাসপাতালে রোগীর শরীরে ভুলভাবে ইনজেকশন পুশ)