আহাদ আলী মোল্লা
নকল সোনার মূর্তি নিয়ে
ব্যবসা করেন চাচা,
কিন্তু হঠাত ধরা খেলেন
খোলা ওনার কাছা।
আসল হোতা গেলেন কোথা
বাইরে ধরা-ছোঁয়ার,
উনি নাকি পালের গোদা
আচ্ছা রকম গোয়ার।
কামান টাকা ঘোরেন ফাঁকা
নাম কি ওনার সাত্তার?
সব মহলেই ওঠেন বসেন
অনেক বড় হাত তার।
তিনি সেদিন পালিয়ে গেছেন
জ্বালার আগুন জ্বালিয়ে গেছেন
কোথাও তারে পাবে না
তাকে ধরা যাবে না!
সূত্র (জীবননগরে নকল সোনার মূর্তিসহ আব্দুল হক আটক : মূলহোতা পালিয়েছে)