টাকা আত্মসাৎ
আহাদ আলী মোল্লা
লাজে মরে যাই ঘেন্নায়ও মরি
দেখাতে পারি না মুখ,
বড় ভয়ে আছে আশেপাশে যত
ঝোলা টানা ভিক্ষুক।
তিল তিল করে তাদের জমানো
টাকা মেরে দেয়া ছক-
এঁটেছেন নাকি আমাদের প্রিয়
নামী এক শিক্ষক।
কী যে শুরু হলো অপরের ধন
লুটেপুটে নেয় কে কে?
নজর রাখছি আমি ইদানীং
অনেক কদিন থেকে।
ফকিরের টাকা মেরে কেটে খায়
শাদা জামা পরা লোক,
বড় পাজি ওরা সকলেই চায়
ওদের বিচার হোক।
সূত্র (মেহেরপুরে ভিক্ষুকদের টাকা আত্মসাতের অভিযোগ)