চুরি
আহাদ আলী মোল্লা
হাজার রকম চোরের মেলা
করছে সবাই চুরির খেলা
হচ্ছে সবই চুরি;
আমার কাছে এসব কিছুর
প্রমাণ ভুরি ভুরি!
তেল চুরি হয় বেল চুরি হয়
পরীক্ষা পাস ফেল চুরি হয়
সবখানে হয় চুরি;
আমার কাছে এসব কিছুর
প্রমাণ ভুরি ভুরি।
সৎ মানুষের অভাব দেশে
চোররা সাধুর সঙ্গে মেশে
হয় শুরু তার চুরি;
আমার কাছে এসব কিছুর
প্রমাণ ভুরি ভুরি।
চোরের প্রমাণ চাও
অনেক আছে নাও!
সূত্র: (দামুড়হুদায় নদী খননের এ্রস্কেভেটরের তেল চুরির সময় হাতেনাতে ধরা)