আহাদ আলী মোল্লা
নাসির মশাই ডিস্কো কসাই
গোয়াল থেকে মহিষ খসায়
আয় ইনকাম চারিদিকে
পকেট ভরে ওঠা-বসায়।
মহিষ-গরু পাকড়ে ধরে
পিলখানাতে জবাই করে
মাংস বেচে খায়-
আর চলে হাইফাই।
জমিদারের মতোন চলে
লোকটা যে খুব তলে তলে
চোর-ডাকাতের সঙ্গে রাখে
ভাব;
ফুর্তি মেরে খাওয়া দাওয়া
বাকি হলেই হবে হাওয়া
খোঁজে শুধু লাভ।
সূত্র: (দর্শনায় চোরাই মোষসহ কসাই নাসির গ্রেফতার)