টিপ্পনী – কেমন মজা
আহাদ আলী মোল্লা
কেমন মজা
আহাদ আলী মোল্লা
পরের ঘরের টসটসে ফল
যেই দেখেছো পাকতে,
অমনি গেলে গভীর রাতে
স্বাদটা কেমন চাখতে।
আগেই নাকি রাত বিরাতে
নিজের কাছে ডাকতে,
খুব নিরালায় মধ্যি মাঝে
এক বিছানায় থাকতে।
কপাল বরাত খারাপ সেদিন
পারোনি ফল ঢাকতে,
তাই কালিমা আচ্ছা রকম
হলো তোমায় মাখতে।
গবেট মাথায় কুলোয়নি ছক
ভালো রকম আঁকতে,
পারোনি তাই মর্যাদা-মান
সেদিন ধরে রাখতে।
ঘা-প্যাঁদানি খেলে;
মজা কেমন পেলে?
সূত্র: (চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে প্রেমিক গ্যাঁড়াকলে)