আহাদ আলী মোল্লা
গাংনী থানার কনক
বেজায় বিপজ্জনক
ইয়াবা খুব চালান করেন
বিক্রি দিয়ে দালান করেন
তাও নড়ে না এই সমাজের
কারোর বিবেক-টনক?
নেশার মোটা সাধক
জমান খালি মাদক
তিনি মোটেও নন কলাগাছ
আঙুল ফুলেই হন কলাগাছ
তার কাছে রোজ আসে অনেক
রঙ বেরঙের খাদক।
মাদক করেন পাচার
বেশ-ব্যবহার আচার
খেলেন মাদক খোরের খেলা
ডাকাত পুলিশ চোরের খেলা
হুমকি দিয়ে ভয় দেখিয়ে
রাখেন বড় চাচার।
নেই কোনো তার ঘাট
ইয়াবা সম্রাট!
সূত্র: (গাংনী বামন্দীর কনক ইয়াবাসহ আটক)