টিপ্পনি

খবর: (বটগাছের ডাল চুরি মামলায় স্কুলশিক্ষকসহ দুজন জেলহাজতে)

ডাল খেয়েছেন কেটেকুটে
চেটেপুটে-
থাকলো পড়ে গোড়া;
বুঝছি থোড়া থোড়া
ভাবের পুঁজি শেষ হয়েছে
কপাল হলো পোড়া।

কী আর তাতে ধক;
আদর্শ এক মানুষ তিনি
নামজাদা শিক্ষক।

হজম করেন গাছ;
কিনে খাবেন ওই পয়সার
গোস্ত এবং মাছ।

কিন্তু হলো কী?
ছি!
সরকারি গাছ কেটে সাবাড়
সবাই জেনেছি।

– আহাদ আলী মোল্লা

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More