টিপন্নী

সেদিন গোজারগিয়া
পড়লে কবে বিয়ের কবুল
তালাক কবে তার
করলে ক’দিন পিরিত খেলা
তিনমেসে সংসার।

মগের মুলুক বাপের তালুক
সাজলে ক’দিন হস্তি ভালুক
হেইয়ো দিলে টান;
গোঁজের গোড়ায় এবার ঠিকই
পড়েছো ইমরান।

আন্দোলনের উসকানি দাও
করাও জ্বালাও পোড়াও
সামনে তোমার দিব্যি খাঁড়া
শক্ত ঝেলো নোড়াও।

যাহার পাটা যাহার নোড়া
ভাঙবা তাহার দাঁতের গোড়া
সাজবা সাহেব মিয়া;
খুব করেছো বাহাদুরি
সেদিন গোজার গিয়া।

সূত্র: (শিক্ষামন্ত্রীর মেয়ের সঙ্গে ইমরান এইচ সরকারের বিচ্ছেদ)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More