ছাড় পাবে না কেঁদে
চাঁদা তুলে কোন দাদা খায়
জানে সবাই জানে,
শঙ্কা ভয়ে ঝুট ঝামেলা
নেয় না মানুষ কানে।
ওরা নাকি চাঁদা চেয়ে
বাড়ি পাঠায় চিঠি,
আড়াল থেকে মনে মনে
হাসে মিটিমিটি।
সকাল বিকেল ফোনে ফোনে
দেখায় মেলা ভীতি,
ঘর হয়ে যায় শ্মশানপুরী
ভয়াল পরিস্থিতি।
এবার ওদের ধরার পালা
রাখতে হবে বেঁধে,
কঠোর হাতে দমন করো
ছাড় পাবে না কেঁদে।
সূত্র:( আলমডাঙ্গার মুন্সিগঞ্জে চাঁদা চেয়ে চিঠি)23.04.2018