উঠলে ভোটের হাওয়া
উঠলে ভোটের হাওয়া
বন্ধ নাওয়া খাওয়া-
প্রার্থী ছোটে বাড়ি বাড়ি
লাগে না তার মোটরগাড়ি
এঘর ওঘর সকাল-বিকেল
করে আসা-যাওয়া।
উঠলে ভোটের হাওয়া
মিছিল মিটিং ধাওয়া
হয় শুরু রোজ পাড়ায় পাড়ায়
নেতা এসে দু’হাত নাড়ায়
ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে
কেবলই ভোট চাওয়া।
উঠলে ভোটের হাওয়া
হয় শুরু গান গাওয়া
প্রার্থী লাগায় কোলাকুলি
চা পান বিড়ির ঝোলাঝুলি
কিন্তু তাকে জেতার পরে
যায় না খুঁজে পাওয়া।
সূত্র: (সংসদ নির্বাচনে আ.লীগের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু : প্রভাব বিএনপিতে)