জীবননগর ব্যুরো: জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্তন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য পরিষদের কক্ষে এ আলোচনা সভা ও মোড়ক উন্মোচন করা হয়। জীবননগর সাহিত্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুজাউল হক।
প্রধান বক্তা ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য আল হাসান মোহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন লেখক মৃন্ময় মনির, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সনু মোল্লা, সাংবাদিক মতিয়ার রহমান, হায়দার আলী, আশাদুল ইসলাম, হাসান ইমাম, এখলাচুর রাসেল, ইয়াছিন আলী, আমান উল্লাহ আমান, সেলিম রেজা প্রমুখ। সার্বিক পরিচালনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সদস্য সচিব রকিবুল ইসলাম বাবু।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.