চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পদধ্বনির এক হাজার ৪৩০তম আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। সাধারণ সম্পাদক নজির আহমেদের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, হারুন-অর রশিদ, আশিকুজ্জামান আসাদ, আনছার আলী, গোলাম কবীর মুকুল, অমিতাভ মীর, হোসেন মোহাম্মদ ফারুক, সুমন ইকবাল, কবি নজমুল হেলাল ও অ্যালবার্ড বিশ্বাস। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, নজির আহমেদ ও অ্যাড. বজলুর রহমান। পঠিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, গোলাম কবীর মুকুল, অমিতাভ মীর ও অ্যাড বজলুর রহমান। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. হেদায়েত উল্লাহ ও আসাদুজ্জামান।