স্বরচিত লেখা পাঠ, চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, আলোচনা ও আড্ডার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি গোলম কবির মুকুল। চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান। স্বরচিত লেখা পাঠ করেন অধ্যাপক হামিদুল হক মুন্সি, কবি নজমুল হেলাল, জাহিদুল ইসলাম, অমিতাভ মীর, কাজল মল্লিক, হাবিবি জহির রায়হান, আব্বাস উদ্দীন, আশিকুজ্জামান আসাদ, সুমাইয়া খাতুন সোনিয়া, রবিউল আউয়াল ও সুমন রশীদ।। পঠিত লেখার ওপর আলোচনা করেন অধ্যাপক হামিদুল হক মুন্সি, আবুল কাশেম, কবি নজমুল হেলাল ও জাহিদুল ইসলাম। পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পদধ্বনি আসরে লেখিয়ে বন্ধুদের পঠিত লেখা নিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রকাশনা পদধ্বনি প্রকাশিত হতে যাচ্ছে। প্রতি শুক্রবার পদধ্বনি আসরে সকল লেখিয়ে বন্ধুদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।