স্বরচিত লেখা পাঠ, আলোচনা ও আড্ডার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২২৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি আবুল কাশেম। স্বরচিত লেখা পাঠ করেন ইসাহাক আলী, আখতারুজ্জামান মুকুল, রাজু আনসারী, চিত্তরঞ্জন সাহা চিতু, ইদ্রিস ম-ল, কাজল মল্লিক, গোলাম কবীর মুকুল, ডা. কামরুজ্জামান ও অশোক দত্ত প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন মো. আবুল কাশেম, নূর-ই আলম মোর্শেদা ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পিকনিক অনুষ্ঠিত হবে। আগ্রহী সদস্য, জীবন সদস্য ও লেখিয়ে বন্ধুদের আগামী ৬ মার্চের মধ্যে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে যোগাযোগ করে পিকনিকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ