সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সীমিত আকারে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৩ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। সাহিত্য পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনাসভা চুয়াডাঙ্গাসহ স্থানীয় লেখকদের বই প্রদর্শনী ও বিক্রয় এবং মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাহিত্য পরিষদের কার্যকরী কমিটির সদস্য, কবি-সাহিত্যিকবৃন্দ, সাহিত্যানুরাগী, শুভাকাক্সক্ষী, প্রতিযোগিতায় বিজয়ী শিশুকিশোর এবং তাদের অভিভাবকসহ সবাইকে উপস্থিত থাকার জন্য সাহিত্য পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ