চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২৬ কমিটির শপথগ্রহণ সম্পন্ন : বিভিন্ন মহলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২৬ কমিটির শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ভবনকুঞ্জ আফিয়েতের সামনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এর আগে গতকাল শুক্রবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেল ধরে নির্বাচিত হন ইকবাল আতাহার তাজ ও অধ্যাপক শেখ সেলিম নেতৃত্বাধীন প্যানেল। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান ও রিটার্নিং অফিসার অ্যাড. শরিফ উদ্দীন হাসু।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী ১৩ মার্চ তারিখে মনোনয়নপত্র সংগ্রহ ও ১৫ মার্চ তারিখে জমাদান কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচনি তফসিল অনুযায়ী যাচাই-বাছাই শেষে ১৯ সার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তবে নির্বাচনে একটি প্যানেলের বিপরীতে কোনো প্যানেল না থাকায় বা কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট গ্রহণ হয়নি। ভোট গ্রহণের তারিখ গতকাল শুক্রবার ২১ মার্চে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান, রিটার্নিং অফিসার অ্যাড. শরিফ উদ্দীন হাসু ও প্রিসাইডিং অফিসার অ্যাড. হুমায়ন কবির নির্বাচনি ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২০২৬ দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি হিসেবে ইকবাল আতাহার তাজ ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক শেখ সেলিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই কমিটির অন্য সদস্যরা হলেন, ‘সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি মো. তৌহিদ হোসেন, সহসাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থসম্পাদক মিম্মা সুলতানা মিতা, লোক সাহিত্য সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক লতিফা রহমান বনলতা, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির মুকুল ও হেলাল হোসেন জোয়ার্দ্দার।
এদিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নব-নির্বাচিত এই কমিটিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দরা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম, সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ (অব.) হামিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব.) শাহজাহান আলী, চুয়াডাঙ্গা নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাফফাতুল ইসলাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটি, আমরা মানুষের জন্য সংগঠনসহ সমাজের নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছেন।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান বলেন, ‘বিগত কমিটি আমাদেরকে সকল প্রকার সহযোগিতা করেছেন। বিগত কমিটিসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশাকরি নবনির্বাচিত কমিটি সাহিত্য পরিষদকে এগিয়ে নিয়ে যাবে।’
নবনির্বাচিত সভাপতি ইকবাল আতাহার তাজ বলেন, ‘যারা নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ৪৮ বছরের এই সাহিত্য পরিষদ আমাদের অহংকার। সাংস্কৃতিক অঙ্গনে এই ভূমিকা অপরিসীম। বিগত দিনেও এই সাহিত্য পরিষদ চুয়াডাঙ্গা তথা দেশের ভাবমূর্তি উন্নত করেছে। আমাদের গর্বিত জায়গাটিকে আমার যেন অবহেলা না করি।’ নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম বলেন, ‘স্বাধীনতা দিবসের প্রারম্ভে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ নিলাম। আমরা চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদকে আগামীতে কার্যকরী ভূমিকা রেখে চুয়াডাঙ্গার মানুষের কাছে পৌঁছে দেবো। আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More