চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবনসদস্য ও প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত লুৎফর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৪০৮তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে সাহিত্য পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতাদের অন্যতম অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন শওকত আলী, আনছার আলী, অমিতাভ মীর, হোসেন মোহাম্মাদ ফারুক, মাসুদ রানা, সুমন মালিক, সিরাজ উদ্দিন, জাহিদুল ইসলাম, আশিকুজ্জামান আসাদ প্রমুখ। চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান। পঠিত লেখার উপর আলোচনাসহ মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, অ্যাড. বজলুর রহমান ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপন করেন আনছার আলী। সাহিত্য আসরটি সদ্যপ্রয়াত লুৎফর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত লুৎফর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার মৃত্যুতে সাহিত্য পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, লুৎফর রহমান গতকাল রাত ২টার দিকে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।