চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এক হাজার ৪৪৪তম সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি অ্যাড. বজলুর রহমান। স্বরচিত লেখা পাঠ করেন অধ্যক্ষ শাজাহান আলী, আনছার আলী, হারুন অর রশিদ, জুবায়ের হাসান, হুমায়ূন কবীর, নাঈমুর রহমান, শিমুল, সাইমুর কবির পিয়াস, নুরুজ্জামান ও কাউসার লাল। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন অ্যাড. বজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দফতর সম্পাদক সুমন ইকবাল। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি ও অধ্যক্ষ শাহাজাহান আলী।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More