স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা লেখক সংঘের পাক্ষিক সাহিত্য আসর পতিদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক সংঘের সহ-সভাপতি খালেকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. শাহাজান আলী। বিশেষ অতিথি ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকলিমা খাতুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আরিফুল ইসলাম হাওলাদার। অনুষ্ঠানে দ্রোহের কবি সদ্যপ্রয়াত অমিতাভ মীর ও প্রয়াত কবি ময়নুল হাসানের স্মরণে দোয়া করা হয়।
লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্মসম্পাদক জাকিয়া সুলতানা ঝুমুরের চিরায়ত সাহিত্য পাঠের মধ্যদিয়ে স্বরচিত কবিতা পাঠের সূচনা করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন নজরুল ইসলাম, আব্দুল হামিদ ফকির, আব্দুল কুদ্দুস, মিতুল হোসেন, সজিব হোসেন, নাঈমূর রহমান, আশরাফুন নাহার শোভা, ফয়সলা আহমেদ, সোয়েব দরবেশ, খাইরুল বাসার, আলি আহম্মেদ সানোয়ার, রতন কুমার শর্মা, অকোশ দত্ত, সার্থক আলীম, চামেলী খাতুন, হোসেন মোশারফ, আসাদুজ্জামান, নাফিজ রুহান, হোসনে আরা, নওরীণ সুলতানা রাইনা, আফসানা মেহজাবীন শাপলা, ইদ্রিস ম-ল, মিম্মা সুলতানা মিতা, অশোক কুমার ঘোষ, ফারুক হোসেন, ইন্তাজ বিশ্বাস, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ